যশোরে আলোকিত জয়ান্তার ব্যতিক্রমধর্মী শিক্ষক দিবস পালন–71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস :   আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটিকে জাঁকজমকভাবে পালন করলো আলোকিত  জায়ন্তা।  যশোর সদরের ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়ন এর একটি গ্রাম জয়ান্তা।

 

 

ভালোবাসায় শিক্ষক ,শিক্ষক গড়ে জাতি  এই শ্লোগানকে সামনে রেখে  গ্রামের চারটি শিক্ষা প্রতিষ্ঠানেৱ সকল ছাত্র-ছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে  আয়োজন করা হয় শিক্ষার্থী ও অভিভাবক  সমাবেশ।

জয়ান্তা মাধ্যমিক বিদ্যালয়েৱ  সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে  শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন বসুন্দিয়া এলাকার স্বনামধন্য শিক্ষক  জনাব আলী আহাম্মদ  অবসৱ  প্রাপ্ত প্রধান শিক্ষক  জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়  এবং জনাব  মোঃ মাহবুব হোসেন  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় ।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ প্রায় ৬০০ মানুষের উপস্থিতি ঘটে।  আলোকিত  জায়ন্তাও জয়ান্তা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে  এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দিন সভাপতি আলোকিত জয়ান্তা,  আজিম উদ্দিন আল আয়াজ, সাধারণ সম্পাদক আলোকিত  জয়ান্তা, মোঃ   মাকিবূর রহমান 6 নম্বর ওয়ার্ড  ইউপি সদস্য।  অনুষ্ঠানে প্রায় 45 জন শিক্ষককে উপহার সামগ্রী দেওয়া হয়।

Please follow and like us: