যশোরে চাকরি মেলায় ৩৫ জন বেকার যুবকের চাকুরী মিললো

একাত্তর ডেস্ক : বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা ও সেমিনার। মুসলিম এইডের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান এ মেলার উদ্বোধন করেন। পরে জব সেমিনার অনুষ্ঠিত হয়।

মুসলিম এইডের শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আব্দুল সামাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, এসটিইপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোনিয়া আকবার, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, আফিল গ্রুপের পরিচালক মাহবুবু আলম লাভলু, এসএইচ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হিরক, যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ, চালডাল ডট কমের সিইও জিয়া আশরাফ, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আরিফ নূর. রেজিস্টার নূর ইসলাম প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই জব ফেয়ারে স্কিল ফর ট্রেনিং এন্ড এনহেন্সমেন্ট প্রোগ্রাম (এসটিইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরি প্রাপ্তির সুবিাধার্থে বেসরকারি ২০টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দেয়া হয়। চাকরিদাতা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাদের চাহিদামতো জব প্রার্থীদের সিভি পরীক্ষা-নিরীক্ষা  ও জাচাই বাছাই করেন। মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি যশোরের রেজিস্টার নূর ইসলাম জানান, ১২০ জনের সিভি জমা পড়ে। এর মধ্যে ৫৫ জনের সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৫ জনকে বিভিন্ন ট্রেডে চাকরি দেয়া হয়।

Please follow and like us: