যশোর জেলা ছাত্রলীগ নেতা আশা খান ও ইমনের নের্তৃত্বে কৃষকের ধান কাটা শুরু – 71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক, যশোর : করোনায় শ্রমিক না পাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে যশোর ছাত্রলীগ। অর্থ ও শ্রমিক সংকটে ভুগতে থাকা কৃষকদের ক্ষেতের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিচ্ছেন সংগঠনের সদস্যরা।

আজ সকালে সংগঠনটির এক ঝাঁক সদস্য শহরের শংকরপুর এলাকায় কৃষকদের ধান কেটে দেয়। ধান কাটার নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আশা খান এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমন হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ শান্ত, হাসান তুহিন, জাহাঙ্গীর আলম, সাব্বির ইসলাম জীবন, সোহাগ আহমেদ প্রমুখ। এদিন তারা কয়েকজন কৃষকের ধান কাটার মাধ্যমে তাদের এ কার্যক্রম শুরু করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, করোনায় বিপদগ্রস্ত কৃষকদের স্বার্থে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের এলাকায় যেসব কৃষক অর্থ ও শ্রমিকের অভাবে ক্ষেতের ধান কাটতে পারছেন না, তারা তাদের সাথে যোগাযোগ করলে তারা ঐসব কৃষকের ধান কাটার ব্যবস্থা করবেন। শ্রমিক না পেলে পাকা ধান যাতে সহজে ঘরে তুলতে পারে তারও ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন নের্তৃবৃন্দ।

 

আশা খান বলেন, “অসহায় মানুষের সেবায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। পূর্বের ন্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সর্বদাই অসহায় মানুষের পাশে থাকবে। অসহায় মানুষের সেবায় যেকোনো ত্যাগ স্বীকারে আমরা যশোর জেলা ছাত্রলীগ পরিবার প্রস্তুত।”

 

ইমন হোসেন বলেন, “শুধু যশোর শহর নয়, সমগ্র জেলায় আমাদের টিম ধান কাটার কার্যক্রম অব্যাহত রাখবে। ধান কাটা নিয়ে কৃষকদের কোন চিন্তা করতে হবে না।”

Please follow and like us: