রনজিত রায় এম পিকে দ্রুত যশোর-৪ আসন এলাকা ছাড়ার নির্দেশ : ইসি

http://www.71news24.com/2019/03/18/1128

 

একাত্তর ডেস্ক  : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়সহ তিন সংসদ সদস্যকে (এমপি) দ্রুত নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি শনিবার তিন এমপির কাছে পাঠানো হয়।

যে তিন এমপিকে এলাকা ছাড়তে বলা হয়েছে তারা হলেন— ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রণজিত কুমার রায় ও নেয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

এর আগে আরো ২০ জন এমপিকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়াও এমপিরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি। তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন।
ইসি কর্মকর্তারা জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।
এবার প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে আগামীকাল রোববার ১১১ উপজেলায় ভোটগ্রহণ করবে কমিশন। এছাড়া পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: প্রাপক.নেট

Please follow and like us: