আগামী কাল আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় নাকরি’!

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, আবহাওয়া ডেক্স থেকেঃ

এই মাত্র গত সপ্তাহে ঘূর্ণিঝড় বুলবুল সবকিছু তছনছ করে দিয়েছে বাংলাদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল।

গত সপ্তাহের সেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’।

দক্ষিণ চীন সাগরে তৈরি ‘নাকরি’ বুলবুলের চেয়েও বেশি শক্তিশালী বলে জানা গেছে।

এর উৎসস্থল ছিল দক্ষিণ চীন সাগর।

 

মাতমো থেকেই ছিটকে গিয়ে তৈরি হয়েছিল বুলবুল।

সেই বুলবুলের দাপটে দুই বাংলায় অনেক বেশি ক্ষতি হয়ে গেছে।

সেই ঘা না শুকাতেই নাকরি’র দাপটে কি হবে তাই ভাবাচ্ছে জনগণকে।

জানা গেছে, আগামী কাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে ভারতে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে।

পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি।

যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি।

এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

Please follow and like us: