কুরবানি ঈদের চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারী

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক ঃ

আজ কুরবানিরর ঈদ। মুসলিম উম্মার জন্য এই ঈদ ত্যাগ ও মহিমাময় ঈদ। কুরবানির ঈদে পশু জবেহ করে তা থেকে চামড়া সংগ্রহ করা হয়।

কুরবানি ঈদের পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তে ঈদের আগেই কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। চামড়া পাচারের কোন চেষ্টায় সফল হতে দেবেনা বলে ঘোষনাও দেয়া হয়েছে বিজিবি’র পক্ষ থেকে।

শনিবার (১০ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলের পুটখালি, দৌলতপুর, অগ্রভুলোটসহ বিভিন্ন সীমান্ত ঘুরে দেখা গেছে, বিওপি চৌকিগুলিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুরো সীমান্তজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং দুরবীক্ষণ যন্ত্র দিয়ে সার্বক্ষনিক টহল পরিচালনা করছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন একাত্তরনিউজ ২৪ ডটকম

তথ্যসূত্রে জানা যায়, টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে যাতে সীমান্ত এলাকায় চামড়া পাচার না হয় এবং এই উদ্দেশ্যে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমরান জানান, চামড়া পাচারকারীরা কোনভাবে যেন চামড়া পাচার করতে না পারে এটা প্রতিরোধের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্য তারা নানা উদ্যোগ গ্রহন করেছেন, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

Please follow and like us: