চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভুষিত-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ

চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কারে যৌথভাবে ভূষিত হয়েছেন উইলিয়াম কায়েলিন, স্যার প্যাটার জে. রেটকলিফ এবং জর্জ এল. সিমেনজা।

বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

২০১৯ সালের প্রথম সেশনের এই পুরস্কার সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয়।

এর আগে মাত্র ৩২ বছর বয়সে ইনসুলিন আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ফ্রেডরিক ব্যান্টিং।

এ বছর শান্তিতে নোবেলে জলবায়ু ইস্যুতে সোচ্চার কিশোর অধিকারকর্মী গ্রিতা থানবার্গ ও স্যার ডেভিড অ্যাটেনবোড়াসহ তিনশ’র বেশি মানুষের নাম আলোচনায় রয়েছে।

আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেয়া হয়। আগামী ১০ ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ী প্রত্যেককে সোনার মেডেল ও প্রায় ১০ কোটি টাকার চেক দেয়া হবে।

Please follow and like us: